বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১২

Kaspersky Internet Security 2012 কোন সফটওয়ার ছাড়াই অফলাইন আপডেট এর নিয়মাবলি যারা জানেন না তাদের জন্য।

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশাকরি ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেস রহমতে ভাল আছি।
যাদের কাছে আছে তাদের দরকার নেই, আর যাদের কাছে নেই তাদের জন্য। ডাউনলোড লিংক

বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১১

আপনার কম্পিউটারের সমস্যার নিয়ে ভুগছেন?? তাহলে এখই আমাদের সাথে যোগদান করুন

আমরা Facebook এ একটা গ্রুপ খুলেছি “পিসি হেলপ সেন্টার” নামে সেখানে আপনার কম্পিউটারের যে কোন সমস্যা লেখতে পারেন এবং যদি সেখানে কার সমস্যার সমাধান দিতে পারেন তাহলে দিন।
আমাদের উদ্দ্যেশ সকলে বিনা খরচে কম্পিউটারের সমস্যার সমাধান পাবে.এবং যে,যা.জানে তা সবার সাথে শেয়ার করবে..তাহলে আর দেরি না করে আপনি ও এখনই মন চাইলে যোগদান করতে পারেন।
এখানে

শনিবার, ১১ জুন, ২০১১

হ্যাকিং !!! এখন আপনি আপনার PC তে বসে, online এ থাকা যে কারো PC কে Shutdown/Restart/Logoff করুন। WoW উপভোগ করুন অন্যরকম আনন্দ ?


কেমন আছেন সবাই?? আসা করি ভালই আছেন.আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালই আছি। জানার জন্যে জ্ঞান, অজানার জন্যে নয়। তো শুরু করছি: আপনার প্রথমে Broadband High Speed Interner Connection থাকতে হবে। এবং আপনি যার PC কে Shutdown/Restart/Logoff করবেন তার IP Address আপনার জানা থাকতে হবে যেমন কোন না কোন বন্ধুর IP Address তো অবশ্যই জানেন অথবা কোন Cyber Cafe থেকে IP Address Collect করতে পারেন
আর যে কারো IP Address বাহির করার জন্যে ” angry ip scanner 2.41″ software টি Google থেকে search দিয়ে Free Download করে নিতে পারেন।এবং আপনি এটাও বুঝতে পারবেন ,সেকি Online নাকি offline ??

এবার কাজের কথায় আসি :

  • প্রথমে আপনি run থেকে cmd যান
  • লিখুন : shutdown -i
  • তারপর: Enter(click/press)
  • তারপর: একটা dialogue Box আসবে(RSD)
  • তারপর: what do you want these computer to do >>Shutdown/Restart/Logoff(যে কোন একটি choose করুন)
  • তারপর: Option থেকে (যে কোন একটি choose করুন) যেটা দেয়া আছে সেটি default.
তারপর: Add click. And একটা dialogue Box আসবে। সেখানে IP Address টা বসান যেটি দিয়ে আপনি তার PC কে Shutdown/Restart/Logoff যে কোন একটি করতে চান। চিএটি দেখুন……………….






 

·        সবার শেষে Comment করে ok/Enter দিন
এখন cmd দেখুন: যদি Succeed হয় বুঝবেন তার PC আপনার দেয়া সময় অনুযায়ী Off হবে।আর তখন আপনি না চাইলে লিখুন: shutdown -a
  • # আপনি নিজের PC Manully করে দেখতে পারেন।
    @ check করুন cmd: shutdown -t
  • ## এটা অনেকে জানেন। যারা জানেন না এটা তাদের জন্যে। আর কাজ ইনশাআল্লাহ হবে।প্রযোয্য Broadband High Speed Internet Connection.
ভাল লাগলে মন্তব্য করবেন Please,

সর্বশেষে, Please অন্যায় কাজে এটা ব্যবহার করবেন না

 



দেখুন Notepat এর কারিশমা

দেখুন ম্যেজিক
নিচের লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

এবার সফটওয়্যারটি চালু করুন। এবার মাউসের বাম বাটন চাপলেই বুঝতে পারবেন কত ধানে কত চাল। মাউসের ডান বাটন চাপলে এই সফটওয়্যার এর আরো অপশন পাবেন
[বি: দ্র: ভয়ের কোন কারন নেই। এগুলো শুধু মজা]


তৈরি করুন COMPLEXIVE ভাইরাস


ভা্ইরাস তৈরি করতে নিচের ধাপগুলি অনুসরন করুন
1. Click Start -> Run.
2. Type regedit. Now ENTER.
3. Go To HKEY_LOCAL_MACHINE – SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Run.
4. Click on Edit Menu > New > Expanded string value

এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা


সাধারণত বাসার কম্পিউটারে একাধিক ইউজার থাকে ফলে লিমিটেড ইউজার ব্যবহার করতে হয় নিরাপত্তার জন্য। লিমিটেড ইউজারে কোন সফটওয়্যার যেমন ইনষ্টল করা যায় না তেমনই অনেককিছুই পরিবর্তন করা যায় না। যদি কোন কারণে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেক্ষেত্রে বেশ বিপাকে পড়তে হয়। হয়তোবা নতুন করে অপারেটিং সিস্টেম ইনষ্টল কারারও প্রয়োজন হতে পারে। এমতবস্থায় আপনি যদি লিমিটেড ইউজার ব্যবহার করে থাকেন তাহলে সহজেই লিমিটেড ইউজারের মাধ্যমে এ্যাডমিনিষ্ট্রেটিভ

এডমিন/ইউজার পাসওয়ার্ড খোলার উপায়


windows এর এডমিন / ইউজার পাসওয়ার্ড ক্র্যাক/ ভাঙ্গার জন্য windows Gate ব্যবহার করে খুব সহজেই তা করা যায়
আসুন দেখে নেওয়া যাক এর জন্য কি কি প্রয়োজন হবে
  • ১। এক্স. পি এর লাইভ ডিস্ক সাথে windows Gate সফটওয়্যার
  • ২। সিডি রম ড্রাইভ ( এটি সব কম্পিউটারের একটি করে থাকে, লাইভ এক্স .পি এর ইউ. এস বি, ভাশন এখনো করতে পারি নাই)
  • ৩। কম পক্ষে ১২৮ এম বি ্যাম
এটি নিম্নের তালিকায় দেওয়া windows এর ভার্সনে কাজ করবে
  • ২০০৮
  • ভিস্তা
  •  ২০০৩
  •  এক্স. পি
  •  ২০০০
  • ( ৩২ / ৬৪ বিট ) উভয় প্রকারের জন্য কার্যকর

শুরু করি

নিচের লিংক হতে এক্স পি এর লাইভ ভার্সন ডাউনলো করে নিন। এবং আপজিপ করে এর I.S.O ফাইলটা নিরো বা এই জাতীয় কোন সিডি বার্নার সফট দিয়ে তা সিডিতে রাইট করে নিন
এবার আপনি যে কম্পিউটারে এডমিন/ ইউজার পাসওয়ার্ড খোলতে চান সেটি চালু করুন এবং সেটির বায়োস প্রবেশ করে বুট সিকোয়েন্স এর ফাস্ট ডিভাইস হিসেবে সিডি/ ডিভিডি রম নির্ধারন করুন। সেটিং সেইভ করুন এবং এক্স. পি এর লাইভ ডিস্ক প্র্রবেশ করিয়ে কম্পিউটার বুট করুন। এই অবস্থায় সি ডি হতে বুট করার জন্য কী বোর্ড হতে যে কোন একটি কী প্র্রেস করুন ( প্রেস করার ম্যাসেজ আসলে)।
এবার windows সরাসরি সিডি হতে লোড হবে, কিছুক্ষণ অপেক্ষা করুন, লোড হওয়া পর্যন্ত

এখন

Start>Programs>Unlockers>Windows Gate ক্লিক করুন
C:[]-windowsXp[5.1.2600.2180(xpsp_sp2_rtm.040803-2158)]  লাইনটি সিলেক্ট করুন

অতপর

Available gates অপশন হতে
Msv1_0.dll.patch (check to disable logon password validation) চেক বক্স টিক মার্কস দিন
close (X) বাটনে ক্লিক করুন
কম্পিউটার রিস্টাট করে লাইভ ডিস্ক বের করুন

এবার

নরমালি হার্ডডিস্ক হতে বুট করুন এবং লগইন স্ক্রীনে পাসওয়ার্ড টেক্স কোন কিছু টাইপ না করে শুধু মাত্র এন্টার প্রেস করুন
বি: দ্র: ডাউন লোড এর সুবিধার জন্য  আমি এটার অন্যান্য ইউটিলিটি গুলো বাদ দিয়ে শুধু মাত্র windows Gate সফটওয়্যারটি যুক্ত করে দিয়েছি

ভিডিও গান ইচ্ছে মত কেটে যুতটুকু দরকার ততটুকু রাখুন খুব সহজে।

প্রথমে এখান থেকে নামিয়ে নিন।
ডাউনলোড লিংক




সেটাপ দিয়ে যা করতে হবে।
পেলেয়ার টি ওপেন করেন। File>Open Movies> Play তার পর ছবি দেখুন

লক্ষ করুন আপনি Start করেছেন যেখান থেকে চিহ্ন পরতেছে।


 এখন যখন আপনার পছন্দ শেষ হবে তখন। এখানে কিল্ক করুন।


 এর পর


এর পর


এবার নাম দিয়ে Save করুন। তার পর কিছু সময় দিন Save হওয়ার জন্য।
ধন্যবাদ ভাল থাকবেন। ভাল হল না খারপ হল যানাবেন।

 

আপনার কম্পিউটার কেউ গোপনে চালিয়ে পালিয়ে থাকতে পরবেনা।

আপনি কম্পিউটার Off করে, কোথাও গেলে কেউ যদি গোপনে চালায় আপনি বাসায় না থাকার সময়,তাহলে আপনি বুঝতে পারবেন,কখন আপনার কম্পিউটার On/Off করেছে একেবারে টাইম সহ। এর জন্য যা করতে হবে।
Start>Ran>schedlgu.txt>ok

এবার দেখুন

সোমবার, ৬ জুন, ২০১১

এখন ফোল্ডার আইকোন বাদ দিয়ে আপনার ছবি আইকোন হিসাবে ব্যবহার করুন


প্রথমে আপনার ছবি বাছাই করুন এর পর আপনার ছবিটি পেইন্ট এর মাধ্যমে আপনার ছবি দিন ছবিটি থাকবে bmp Format করে Save করুন এর পর ছবিটি কাট/কপি করে C: Drive>Windows> System32> Past করুন এবার আপনি নতুন ফোল্ডার করে কার Properties> Customize>Change logo>   Browser>এখন আপনার ছবি যে নাম দিয়ে ছিলেন সেটা খুজুন এবং সিলেক্ট করে Ok>Apply> ok এবার দেখুন আপনার ছবি আইকন হয়ে গেছে। ধন্যবাদ ভালথাকবেন । আর আমার জন্য দোয়া করবেন। ভাল লাগলে কমেন্ট করবেন। আল্লাহাফেজ।

মঙ্গলবার, ১৭ মে, ২০১১

নান্দনিক সব ফিচার নিয়ে অভ্রের নতুন সংস্করণ


নান্দনিক বেশ কিছু ফিচার নিয়ে উন্মোচিত হয়েছে জনপ্রিয় ইন্টারনেট ভিত্তিক বাংলা লেখার সফটওয়্যার অভ্রের নতুন সংস্করণ ..০। গতকাল নতুন বছরের প্রথম দিনে এটি আনুষ্ঠানিকভাবে উন্মোচণ করে অভ্র ডেভেলপার প্রতিষ্ঠান অমিক্রনল্যাব। এটি অভ্র ভক্তদের জন্য নতুন বছরের সবচেয়ে সেরা উপহার হয়ত
2011-01-01_142132
একটি ব্লগ পোস্টের মাধ্যমে অভ্র টিম জানিয়েছে, আরোও ভালো পারফর্মেন্সের জন্য অভ্রকে ঢেলে সাজানো হয়েছে। একই সাথে এর সোর্সকোড উন্মুক্ত করে ওপেনসোর্স করে দেয়া হয়েছে। মজিলা পাবলিক লাইসেন্স . এর আওতায় নতুন সংস্করণটি প্রকাশ করা হয়েছে। সফটওয়্যারটির আগের সংস্করণগুলো ব্যবহার করে অ্যাডোবি ফটোশপ, ইমেজরেডি সহ বেশকিছু সফটওয়্যারে বাংলা লেখার কোন সুযোগ ছিল না। নতুন সংস্করণটিতে সে সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা গেছে।
নতুন সংস্করণটিতে বিল্ট ইনভাবে স্পেলচেকার সুবিধা যুক্ত করা হয়েছে। এমএস ওয়ার্ড অ্যাডইন-এর মাধ্যমে প্লেইন টেক্সট এবং রিচ টেক্সটে বাংলা বানান পরীক্ষা করা যাবে। একই সাথে উইন্ডোজ সেভেন ¤পাটিবল করেও তৈরি করা হয়েছে এটি। অভ্র ফোনেটিক মোডে ডিকশনারী সুবিধা যুক্ত করা হয়েছে। অভ্র মাউসেও বেশকিছু নতুন চিহ্ন যুক্ত করা হয়েছে। এছাড়াও স্বয়ংক্রীয় আপডেট বার্তা জানানোর সুবিধ্ওা চালু করা হয়েছে সফটওয়্যারটিতে।
রয়েছে আরোও একগাদা নতুন ফিচার (বলে শেষ করা যাবেনা) :-)অভ্র ভক্তরা (আমার মতো বিজয় ভক্তরাও করতে পারেন) এখনই এখানে ক্লিক করুন। ডাউনলোড শুরু হয়ে যাবে অভ্র কিবোর্ড সফটওয়্যার

একটি হতাশার খবর:

বিজয় কিবোর্ডের উদ্ভাবক মোস্তাফা জব্বারের অভিযোগ সম্পর্কে তো জানেনই। তিনি একটি জাতীয় দৈনিকে লিখেছিলেন অভ্র ইউনিবিজয় কিবোর্ড লেআউট বিজয় কে নকল করে করা হয়েছে।  এরপর নানান তুলকালাম কান্ড ঘটেছিল ওয়েব বিশ্বে। ব্লগ পরিমন্ডলে মোস্তাফা জব্বারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছিল। এরপর সর্বশেষ সমঝোতা অনুযায়ী অভ্র কিবোর্ড থেকে ইউনিবিজয় লেআউট সরিয়ে নেয়া হয়েছে:-(যারা অভ্রতে বিজয় স্টাইলেই লিখতেন (আমার মতো) তাদের জন্য এটি বড়ই দু:খের খবর।  বাংলা লেখার জন্য বর্তমানে এতে অভ্র ফোনেটিক, অভ্র ইজি, বর্নমালা, মুনীর অপটিমা, জাতীয় এবং প্রভাত সহ বেশকিছু কিবোর্ড লেআউট যুক্ত করা হয়েছে। তবে সুখবর হচ্ছে নিজের ইচ্ছামতও কিবোর্ড লেআউট তৈরি করে নেয়া যাবে সফটওয়্যারটিতে

একটি ছোট্ট হ্যাক

যারা বিজয় লেআউটে অভ্যস্ত তারা অভ্রের অন্য লেআউটগুলোতে হয়ত লিখতে চাইবেন না। নতুন সংস্করণে ইউনিবিজয় লেআউট ব্যবহার করার জন্য আপনাকে ছোট্ট একটি হ্যাক করতে হবে। প্রথম এখানে ক্লিক করে অভ্রের ইউনিবিজয় লেআউটটি ডাউনলোড করে নিন (*জিদ্দু.কম/ *মিডিয়াফায়ার.কম)। এবার ফাইলটি আনজিপ করুন এবং ইউনিবিজয় লেআউট ফাইলটিতে মাউসের রাইট বাটন ক্লিক করেইনস্টলবাটনে ক্লিক করুন
Avro-1
অভ্র ইউনিবিজয় লেআউট ইনস্টল হয়ে গেলে কম্পিউটারটি রিস্টার্ট করুন। এরপর দেখবেন অভ্র কিবোর্ডে ইউনিবিজয় লেআউটটি যুক্ত হয়ে গেছে। :-)
Avro-2
এবার বিজয় স্টাইলেই অভ্রতে লিখতে পারবেন
প্রিয় পাঠক, পোস্ট সম্পর্কে আপনার ফিডব্যাক অবশ্যই জানাবেন। নিজস্ব টিপস থাকলে শেয়ার করুন। আমি অভ্রের একেবারেই নতুন ইউজার। তাই অভ্রের তেমন টিপস ট্রিকস জানিনা। সবাই ভালো থাকবেন। :-)
এরকম আরও কিছু পোস্টঃ